ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

একটি সেতুর অভাবে দুই উপজেলার হাজারো মানুষের দুর্ভোগ

গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়া উপজেলার এই দুই উপজেলার একটি সেতুর অভাবে হাজারো মানুষের দুর্ভোগ।শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের দমদমা  এবং কাপাসিয়া চাঁদপুর ইউনিয়নের মৈশাধামনাগ্রাম   এ দুই উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত মরগাঙ্গী খাল। এ খালের ওপর ছোট্ট একটি সেতু নির্মিত হলে বদলে যাবে দুই উপজেলার গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি কৃষি পণ্য সরবরাহ ও সামাজিক উন্নয়ন।দুই উপজেলার মৈশাধামনা, চরদমদমা, কাজাহাজী ও শেকের নরুনসহ চারটি গ্রামের প্রায় ১০ হাজার লোকের যাতায়াতের জন্য বাঁশ ও কাঠের ব্যবহৃত একটি সাঁকো । মরগাঙ্গী খালেরপশ্চিম পাড় শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের দমদমা ও চর দমদমা গ্রামে কোনো উচ্চ বিদ্যালয় না থাকায় ছাত্রছাত্রীদের খাল পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মৈশাধামনা উচ্চ বিদ্যালয়ে যেতে হয়।অপরদিকে খালেরপূর্ব দিকে কাপাসিয়া উপজেলার মানুষের প্রয়োজনীয় কাজের জন্য প্রায় ১০ কিলোমিটার রাস্তা ঘুরে কালিগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের নরুন হয়ে জেলা সদরে যাতায়াত করতে হয়।স্বাধীনতার ৫০ বছর হলেও দুই উপজেলার সীমানা দিয়ে বয়ে যাওয়া খালের ওপর একটি সেতু না থাকার কারণে আজো অবহেলিত এবং উন্নয়ন বঞ্চিত। স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার ও হাসপাতালে  কাঠ ও বাঁশের পাটাতন দিয়ে তৈরিকৃত সাঁকো দিয়ে  প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। বিভিন্ন সময় জন প্রতিনিধিরা নির্বাচনে জয় লাভ করলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। সরকার মরগাঙ্গী খালের ওপর ছোট্ট একটি সেতু নির্মাণ করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।চর দমদমা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর হোসেন জানান, শ্রীপুর ও কাপাসিয়ার শেষ প্রান্ত হওয়ার কারণে আমরা এপাড় থেকে ওপাড়ে যেতে হলে প্রায় ৮ কিলোমিটার ঘুরে যেতে হয়। বাঁশের সাঁকো পশ্চিম পাড়ে শ্রীপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব পাড়ে উচ্চ বিদ্যালয় থাকায় ছেলে-মেয়েরা  আাসা যাওয়ার সময় পানিতে পড়ে যায় এবং যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয় এ জন্য সেতুটির অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ।মৈশাধামনা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক জানান, ঝুঁকিপূর্ণ এ সেতুটি দিয়ে প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার লোক যাতায়াত করে এবং চার থেকে পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী যাতায়াত করে। চল্লিশ থেকে পঞ্চাশ ফুট একটি সেতু হলে আমাদের দুই উপজেলা বাসীর  কৃষিপণ্য সহ আর্থসামাজিক উন্নয়ন হবে  বাঁশের সাঁকোর পরিবর্তে সিমেন্ট বালির রড দিয়ে তৈরি একটি ভালো মানের সেতু নির্মাণের  জন্য সরকারের কাছে এলাকাবাসীর প্রাণের দাবি।

ads

Our Facebook Page